ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাভারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

স্বাধীনতার বিপক্ষের শক্তিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।  

আজ বুধবার বিকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির ভক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের সেই অপশক্তি আজো বাংলাদেশ ও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।   

তুহিন বলেন, উনিশ শত পঁচাত্তর সালের এই দিনটি ছিলো বাঙ্গালী জাতির নিকট একটি কালো অধ্যায়। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাড়িয়েছে।

স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আবারো মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে সেদিকে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।

এদিকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষ্যে সাভার উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা, মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়।

দুপুরে পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে সাভার থানা বাসষ্ট্যান্ডে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

অন্যদিকে সাভার পৌর আওয়ামীলীগের উদ্যোগে বাজার বাসষ্ট্যান্ডের আমিন কমিউনিটি সেন্টারের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাভার পৌর ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালী, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি